মেহেদী ইমামঃ
জুলাই গণঅভ্যুত্থান ২০২৫ উদযাপন উপলক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ সকল অগ্নিসন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় ছাত্রদল নেতারা বলেন, ছাত্রদল দৃঢ়ভাবে বিশ্বাস করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের ত্যাগই আমাদের চলার পথের প্রেরণা। আমরা শপথ করি এই ত্যাগ যেন বৃথা না যায়। এই চেতনা যেন হারিয়ে না যায়।
এতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব, সদস্য সচিব জিসান আহমেদ, ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ আশিক হোসাইন, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল হাসান পয়েল, আহ্বায়ক সদস্য মোঃ সাঈদ, মোঃ শরীফ উদ্দিন সহ ছাত্রনেতা মঈন, ইয়াসির, রাকিব, লাবিব, হৃদয়, তাশফিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।