মেহেদী হাসানঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী রাঙামাটি পৌর শাখা।
মঙ্গলবার বিকেলে বনরূপা সিএনজি স্টেশন থেকে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ পৌরসভা ঘুরে পুনরায় সিএনজি স্টেশনে এসে সমাবেশে মিলিত হয়।
পৌর জামায়াতের সেক্রেটারী হাফেজ আবুল বশরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির আব্দুল আলিম।
পৌর জামায়াতের এ্যাসিসট্যান্ট সেক্রেটারী অ্যাডভোকেট রহমত উল্লাহর সঞ্চালনায় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মনছুরুল হক, সূরা সদস্য অ্যাডভোকেট হারুনুর রশীদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারী ইরফানুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল সালাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমান, পৌর জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, আল্লাহ রাব্বুল আলামীনের নিকট শুকরিয়া আদায় করছি, তিনি গত বছর এই দিনে আমাদের ফ্যাসিস্ট মুক্ত করেছিলেন। আমাদের লড়াই এখনো শেষ হয়নি, যতো দিন না আমরা এই জমিন চাঁদাবাজ মুক্ত করতে পারছি, ততোদিন আমাদের সংগ্রাম চলবে।
বক্তারা আরো বলেন, জনগণের আশা ছিল স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করা হবে কিন্তু সরকার তা করতে ব্যর্থ, জামায়াতে ইসলামী ছাড়া এদেশের মুক্তি সম্ভব নয়।