সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে শহরের বনরূপা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম, জেলা সেক্রেটারি মনছুরুল হক, নায়েবে আমির জাহাঙ্গীর আলম, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি শহিদুল ইসলাম শাফি, জামায়াত নেতা অ্যাডভোকেট হারুনুর রশীদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, কাপ্তাই উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ এবং নানিয়ারচর উপজেলা জামায়াতের আমির জুলফিকার আলী।
বক্তারা বলেন, ‘দেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, কিন্তু এটিএম আজহারুল ইসলাম এখনো কারাবন্দি। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং অবিলম্বে তার মুক্তি নিশ্চিত করতে হবে।’
তারা আরও বলেন, ‘স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের শিকার হয়ে জামায়াত নেতারা দীর্ঘদিন ধরে কারাবন্দি আছেন। দেশবাসী আশা করেছিল নতুন সরকারের আমলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, কিন্তু ছয় মাস পার হয়ে গেলেও আমাদের নেতার মুক্তি হয়নি।’
সমাবেশ থেকে নেতৃবৃন্দ জামায়াতের দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং আগামী এক সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, একই দাবিতে রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।