॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার বিকেল ৪ টায় জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমেদের সভাপতিত্বে এবং জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো: শামসুল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রফিকুল মাওলা, সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর , যুগ্ম সম্পাদক মো: মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, অর্থ সম্পাদক মো: ছলিম উল্লাহ সেলিম, উপ দপ্তর সম্পাদক মো: শহীদুজ্জামান মহসিন রোমান, সদস্য আশীষ কুমার চাকমা নব, উদয়ন বড়–য়া, মো: আবু তৈয়ব, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো: শাহজাহান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনুমং মারমা সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন জেলা ওলামা লীগের সভাপতি ক্বারী ওসমান গনি চৌধুরী। আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।