নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় শুদ্বাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের লক্ষ্যে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে রাঙামাটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে রাঙ্গাপানিতে বাংলাদেশ তাঁত র্বোড বেসিক সেন্টার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন।
৬নং ওয়ার্ড প্রাথমিক তাঁতী সমিতির সভাপতি সজিব চাকমার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, তাঁত বোর্ডের মহাব্যবস্থাপক কামনাশীষ দাশ লিমন, রাঙামাটি বেসিক সেন্টারের লিয়াজোঁ অফিসার চাটিল চাকমা, তাঁতী সমিতির সভাপতি মিলন চন্দ্র চাকমা এবং স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক তাঁতী সমিতি রাঙামাটি জেলার সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দিন।
এসময় উপস্থিত তাঁতী সমিতির সদস্যরা তাদের সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরার পাশাপাশি রাঙামাটিতে তাত প্রশিক্ষণ কেন্দ্র ও তাঁত পল্লী স্থাপনের দাবী জানান। অতিথিরা তাঁতীদের দাবী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। পরে অতিথিরা আসামবস্তির ইমন তাঁত ও হস্তশিল্প কারখানা পরিদর্শন করেন।