নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে নানিয়ারচরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে এবারে ১৮আগষ্ট থেকে ২৪আগষ্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন করা হবে।
সোমবার (১৮ আগষ্ট) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খানের সভাপতিত্বে এসময় নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, নানিয়ারচর হার্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিদ মো. জুবাইদুর রহমান ভাষানী, নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সারওয়ার কামাল, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান ও নানিয়ারচর মৎস্য বিভাগের কৃতিরাজ খীসা ঝিনুক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মনতোষ দত্তের সঞ্চালনায় বক্তারা বলেন, কাপ্তাই লেক বেষ্টিত নানিয়ারচর উপজেলায় মাছ চাষে ব্যপক সম্ভাবনা রয়েছে। পাহাড়ের খাদে ক্রিক পদ্ধতির মাধ্যমে মৎস্য চাষ করে যেমন অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, তেমনি মাছের পুষ্টি ঘাটতি ও আমিষের চাহিদা পূরণ করা যায়। ইদানীং লক্ষ করা যাচ্ছে লেকে পানি আছে কিন্তু মাছ নেই। কারেন্ট জাল দিয়ে মাছ আহরণ বন্ধ করতে হবে। কাপ্তাই লেকে মাছ আহরণ বন্ধ থাকাকালীন কেউ যাতে মাছ ধরতে না পারে সেদিকে বিশেষভাবে লক্ষ রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিবি করিমুন্নেছা বলেন, দেশের ১০-১৫ শতাংশ মানুষ মৎস্য চাষ, উৎপাদন ও বিদেশে রপ্তানি খাতে জড়িত। সরকার মৎস্য চাষি ও জেলেদের জন্য উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। মৎস্য আহরণ বন্ধ থাকাকালীন সময়ে আপনারা কেউ মাছ আহরণ করবেন না। আইন প্রয়োগকারী সংস্থার কেউ এই মাছ ধরবে না। আমরা চাকরি সূত্রে এই এলাকায় আসি। কিন্তু পোনা মাছ না ধরলে এই মাছ অনেক বড় হবে। আর এই মাছ প্রাপ্ত বয়ষ্ক ও বড় হলে তা বিক্রি করে আপনারাই লাভবান হবেন।
পরে পুকুর, জলাশয় ও ক্রিকে মিশ্র মাছ চাষে সফল ও সাবলম্বী হওয়ায় ৩জন মৎস্য চাষিকে পুরষ্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।
এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে শুরু হয়ে প্রধান সড়ক, নানিয়ারচর থানা ও নানিয়ারচর পোষ্ট অফিস এলাকা প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালী শেষে নানিয়ারচর উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করে আলোচনা সভায় যোগা দেন অতিথিরা।
এদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কণ্ঠ ও নৃত্য শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।