নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে নানিয়ারচরে সাংবাদিক, জনপ্রতিনিধি ও অংশীজনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হলো “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনের লক্ষে এই মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খানের সভাপতিত্বে এসময় নানিয়ারচর প্রেস ক্লাব সভাপতি মেহেদী ইমাম, জনপ্রতিনিধি ও হেডম্যান জ্ঞান বিলাস তালুকদার, মৎস্য অফিস সহকারী প্রীতিরাজ খীসা ঝিনুক, মৎস্য চাষি জ্ঞান প্রিয় চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে মৎস্য কর্মকর্তা জানান, এবারের মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ২য় দিন উদ্বোধনী অনুষ্ঠান, র্যালী ও সফল মৎস্য চাষি কে পুরষ্কার বিতরন, ৩য় দিন উপজেলার মৎস্যজীবি ও চাষীদের সাথে মতবিনিময়, ৪র্থ দিন পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, ৫ম দিন মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগীতা, ৬ষ্ঠ দিন মৎস্য খাদ্য বিতরণ ও শেষ দিনে সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে।
সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করে মৎস্য কর্মকর্তা উপজেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। উল্লেখ্য ৩০ জুলাই থেকে আগামী ৫ আগষ্ট পর্যন্ত এই মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে।