নিজস্ব প্রতিনিধিঃ
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাচাঁয় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যে রাঙামাটির নানিয়ারচরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ই মার্চ) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ হতে একটি র্যালী বের হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নাগরিক পরিষদের সভাপতি আব্দুল জলিল, নারী সংরক্ষিত আসনের সদস্য নাসিমা বেগম, ইউপি সদস্য আব্দুল মালেক, অফিস সহকারী মো. নুরুল আলম ও কার্য সহকারী সুখীন চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতিই পারে অনেক গুলো প্রাণ বাচাতে। সেই সাথে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও সাহায্য করে দুর্যোগ পূর্ব প্রস্তুতি। ইদানিং প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানব সৃষ্ট দুর্যোগের মাত্রাও বেড়ে যাচ্ছে। প্রকৃতির সাথে বিরুপ আচরন আমাদের কে দুর্যোগ থেকে বাচাঁতে পারে।