মাহাদী বিন সুলতানঃ
সারাদেশে নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ৬ষ্ঠ পর্যায়ে নির্মিত মডেল মসজিদ এবং জাতীয় ইমাম সম্মেলনে যোগ দিতে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এর আয়োজনে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দপ্তরটির উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী।
অনুষ্ঠানে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের রাঙামাটি সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার জয়নুল আবেদীন, কাঠালতলী জামে মসজিদের খতিব মাওলানা সেকেন্দার আলী, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রকল্পের শিক্ষক হাফেজ মাওলানা বেলাল হোসেন, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা নবির আহমদ, মাওলানা আনোয়ার, মোশারফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় আগামী ৩০অক্টোবর ঢাকার পূর্বাচল বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন, জাতীয় ইমাম সম্মেলন ও দেশের শ্রেষ্ঠ ইমামদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন উপ-পরিচালক।
এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অগ্রাধীকার ভিত্তিক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালন শীর্ষক প্রকল্পের মাদ্রাসা সমূহে বার্ষিক পরিক্ষা গ্রহন ও ২০২৪সালের শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, ইমামদের প্রশিক্ষন পরবর্তি করনীয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।