মেহেদী ইমামঃ
দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই এই প্রতিপাদ্যে রাঙামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে রাঙ্গামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ. স. ম. শহীদুল্লাহ কায়সার, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মাহব্বুুর রহমান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, অবসরপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক আব্দুল্লাহ সাদি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতুল আলম শিরিন, সাবেক পিপি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, পিপি এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, এ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু ও এ্যাডভোকেট রুমিনা খানম প্রমুখ।
আলোচনা সভায় রাঙামাটির সিনিয়র সাংবাদিক ও বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোক্তার আহমেদ, জেলা প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক সহ সিনিয়র আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আইনগত সহায়তাপ্রাপ্ত সুবিধাভোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মানিক বড়ুয়া ও প্রজ্ঞাশ্রী চাকমা।
সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইড হচ্ছে সমাজের বঞ্চিত ও অবহেলিত মানুষের আস্থার জায়গা। লিগ্যাল এইডের মাধ্যমে সাধারন মানুষ অনেক সহজ ভাবে বিনা খরচে আইনগত সহায়তা পাচ্ছে।
এর আগে রাঙ্গামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক হ্যাপীর মোড় ও বনরুপা হয়ে পূনরায় আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে অতিথিরা র্যালী পরবর্তী আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে নির্বাচিত ৩বারের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট শফিউল আলম মিঙা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।