
মেহেদী ইমামঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) রাঙামাটি জেলা কার্যালয়। ফাউন্ডেশনের উদ্যোগে এদিন কোরআন খতম, সংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে ইফার উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাঙামাটি পার্বত্য জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইসহাক।
ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মিরাজ উদ্দিন এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নবীর আহম্মদ, শান্তিনগর জামে মসজিদের খতীব মাওলানা শফিউল আলম সহ ফিল্ড সুপারভাইজার, মডেল কেয়ারটেকার, কোমলমতি শিশু কিশোর ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইকবাল বাহার চৌধুরী ইসলামের জন্য বঙ্গবন্ধুর অনবদ্য অবদান সমূহ তুলে ধরেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, তাবলীগ জামাতের জন্য জায়গা নির্ধারণ সহ বাংলাদেশে ইসলাম প্রচারে বঙ্গবন্ধুর ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। ইকবাল বাহার চৌধুরী এসময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ইসলাম এবং আলেম সমাজের জন্য ব্যপক অবদান তুলে ধরেন।
আলোচনা সভা শেষে হামদ, নাত ও কোরআন তেলাওয়াত সহ ইসলামিক সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির জন্য দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন, দারুল আরকাম শিক্ষক মাওলানা মাওলানা সেকান্দর আলী।
এছাড়াও সকালে জেলা কার্যালয় হতে শহিদ মিনার হয়ে পূনরায় ইফার জেলা কার্যালয় পর্যন্ত বিশেষ র্যালী অনুষ্ঠিত হয়। এর আগে সদর উপজেলা সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।