মেহেদী ইমামঃ
রাঙামাটির নানিয়ারচরে বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির ও এজাজ নবী রেজা।
নানিয়ারচর উপজেলা বিএনপির সহসভাপতি মো. ইউনুস আলীর সঞ্চালনায় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী, জেলা জাসাস সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম, রন বিকাশ চাকমা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জুলফিকার আলী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মফিজ শেখ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রুস্তম আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক বাবুল সর্দার, বুড়িঘাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা দলের সভাপতি বিলকিস বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে দেশ, জাতি, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বিএনপির নেতাকর্মীরা স্থানীয় জনসাধারণের সাথে ইফতার করায় তারা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এভাবে খোলা ময়দানে ইফতার করতে পেরে আমরা অনেক আনন্দিত। ঈদের পূর্বেই এই ইফতারে সকলের সাথে দেখা হচ্ছে। ঈদ আমেজ অনুভূত হচ্ছে বলেও জানায় তারা।