মেহেদী ইমামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আয়োজনে রাঙামাটির নানিয়ারচরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বাবু চুণি লাল দেওয়ান সেতুর অবতরণ স্থলে নানিয়ারচর সদর ইউনিয়নের ১ ও ৫নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
নানিয়ারচর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি তুতি বদ্দার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন
নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলী’র সঞ্চালনায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সানাউল্লাহ, নানিয়ারচর সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক তাবু চাকমা, উপজেলা যুবদলের আহ্বায়ক বাবুল সর্দার, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ, বুড়িঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা দলের সভাপতি বিলকিছ বেগম, ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তব্যে ফারুক হাওলাদার বলেন, গত ফ্যাসিস্ট সরকারের ১৬বছর ধরে আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মন খুলে ইফতার মাহফিল ও করতে পারিনি। আজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই খোলা ময়দানে সকল নেতাকর্মী ও জনসাধারণের সাথে ইফতার মাহফিলের আয়োজন করেছি।
এসময় প্রধান অতিথি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে দলের নাম ভাঙিয়ে কেউ যেন চাঁদাবাজি, দখলদারিত্ব ও টেন্ডারবাজি না করে। যতবড় নেতা হোক না কেন কারো বিরুদ্ধে অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরে দেশ, জাতি, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।