নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে পাচঁ শতাধিক দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য লুৎফুন্নেসা বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে মিনহাজ বলেন, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সামান্য উপহার (নগদ অর্থ) বিতরণ করেছি। যাতে করে দুস্থ্য, অসহায় ও তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ কিছুটা হলেও সহযোগিতা পায়।