নিজস্ব প্রতিনিধিঃ
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পারভেজ এর হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের ছাত্র প্রতিনিধি মোঃ ওমর মোরশেদ, শরিফুল ইসলাম শাকিল, ব্যবস্থাপনা বিভাগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজ, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন রাসেল, জেলা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুব আলম, জেলা ছাত্রদলের সদস্য রিদয় দাশ, কলেজ ছাত্রদল নেতা আমজাদ হোসেন, এলিন বড়ুয়া, দেলোয়ার হোসেন তানভির, বাহাদুর শাহ, আলভি হাসান নাইম ও আবু আবরার আলভিসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে ছাত্রদল নেতা শাকিল বলেন, ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকার কে উৎখাত করেছে। ফ্যাসিজম কে বাংলাদেশে ফেরাবার ব্যার্থ চেষ্টা করবেন না। মেধাবী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ এর হত্যার সুষ্ঠু বিচার করতে হবে। শুধু বৈষম্য বিরোধী ছাত্ররাই সরকার পতনের আন্দোলন করেনি। আপনার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ও উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ছাত্রদলের নেতাকর্মীরা আপনাদের পাশে না দাড়ালে আন্দোলনের মাঠে টিকে থাকতে পারতেন না। সরকার পতনের আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী ও প্রাণ দিয়েছে।
দ্রুত সময়ের মধ্যে মেধাবী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার সুষ্ঠু বিচার না হলে কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে মাঠে থাকবে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল বলেও হুশিয়ারি দেন এই ছাত্রনেতা।