নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ০৯ ডিসেম্বর, শনিবার রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর দ্বাদশ ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন উপলক্ষে শহরের বনরুপা এলাকায় প্রচারণা চালিয়েছেন সভাপতি পদপ্রার্থী হাজ মো. সোলাইমান চৌধুরী।
বৃহস্পতিবার রাতে ছাতা প্রতিকের সমর্থক শতাধিক রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য ও সাধারণ ব্যবসায়ীদের নিয়ে ভোট ও দোয়া কামনা করে পথে পথে ভোটারদের মাঝে প্রচারণা চালান তিনি।
এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো: জামাল উদ্দিন, আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মিজান, সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন পেয়ারু, মানিকছড়ি কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী ইকবাল, করাত কল শ্রমিক সমিতির সভাপতি মমতাজ মিয়া, কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য মোহাম্মদ ইলিয়াস, নজরুল ইসলাম, উত্তম কুমার রায়, হাজী আলী আকবর, কবির আহম্মেদ, হাজী আব্দুল কাদের, নুরুল ইসলাম, কাজী মনসুর, জাহেদুল ইসলাম, লক্ষণ সাহা, হাজী নাছির উদ্দিন, মো. ফরিদ উদ্দিন, মো. জাফর, মো. সোলায়মান টিপু, মোশারফ হোসেন, শরিফুল হক শিবু, জুলফিকার আলী ভূট্টো, জমির উদ্দিন, প্রদীপ মল্লিক, আবুল বশর, সিরাজুল ইসলাম, মো. সৈয়দ আলী, তপন কুমার দাশ, পল্টু কুমার দে, দীপেন ঘোষ বাপ্পী, আব্দুল জাব্বার, কনক রতন নাথ, অজিত দাশ, আলমগীর তালুকদার, হাজী আবু তৈয়ব, জামাল হোসেন, মো. জাবেদ হোসেন, দিদার আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ০৯ ডিসেম্বর রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর দ্বাদশ ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমিতির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ সোলাইমান চৌধুরী। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৯টি পদের বিপরীতে সমিতির ৪২৬জন ভোটারের মাঝে ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।