নিজস্ব প্রিতিনিধঃ
রাঙামাটিতে চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে সদর উপজেলা চেয়ারম্যান ও রাঙামাটি মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি শহিদুজ্জামান মহসিন রোমানের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে শহরের শান্তিনগরে চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. ইউসুফ, কার্যকরী সদস্য মো. আলমগীর, সাবেক কার্যকরী সদস্য মো. হায়দার আলী ও মো. লোকমান সহ শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনার পর চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের রাঙামাটির ১৫৩জন সদস্যের মাঝে কম্বল বিতরণ করা হয়।