নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেছে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব)।
রোববার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান, ইমাম প্রশিক্ষণ একাডেমী ঢাকার পরিচালক মো. রেজ্জাকুল হায়দার, ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির উপপরিচালক আশরাফুজ্জামান, চাঁদপুর জেলা উপপরিচালক মো. ইকবাল বাহার চৌধুরী, খাগড়াছড়ির উপপরিচালক মো. খলিলুর রহমান, কক্সবাজার জেলার উপপরিচালক ফাহমিদা বেগম, বান্দরবান জেলা উপপরিচালক মো. সেলিম উদ্দিন ও নোয়াখালীর উপপরিচালক মশিউর রহমান ভুইয়াসহ চট্টগ্রাম বিভাগের উপপরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে উপপরিচালকগণ মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। এসময় কর্মকর্তারা মডেল মসজিদ প্রকল্পের অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির অসংগতি তুলে ধরেন। পাশাপাশি তারা বিভিন্ন সমস্যা নিয়ে মহাপরিচালকের সাথে খোলামেলা কথা বলেন।
মহাপরিচালক এসময় তাদের আশ^স্ত করে বলেন, তদন্ত কমিটি গঠনের মাধ্যমে অনিয়ম দুর্নীতির রহস্য খুজে বের করে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ৮ম পর্যায় দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। একইসাথে এই প্রকল্পের ফিল্ড অফিসার, সুপারভাইজার ও মাষ্টার ট্রেইনারদের চাকুরী রাজস্বকরণের জন্য উদ্যোগ গ্রহন করবেন বলেও জানান তিনি।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা কর্মকর্তাদের ছুটি বাতিল করে এই সময়ে কর্মস্থলে উপস্থিত থেকে জেলা প্রশাসন কে আইনশৃঙ্খলার কাজে সর্বাত্মক সহযোগীতা করার নির্দেশ দেন নবাগত এই মহাপরিচালক।
রাঙামাটির উপপরিচালক এসময় তার জেলার ৫টি উপজেলা পানিপথে উল্লেখ করে বলেন, রাঙামাটির ৫টি উপজেলা পানিপথে যেতে হয়। এসব উপজেলার অন্যান্য দপ্তর সমূহের চলাচলের জন্য স্প্রীড বোর্ট রয়েছে। দুর্গম এলাকায় ইসলামিক ফাউন্ডেশনের কাজকে গতি আনতে একটি স্প্রীডবোর্ট খুব জরুরী বলে জানান তিনি।
চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে সফরকালে তিনি ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রকল্পের শিক্ষকদের ৩দিনব্যাপি প্রশিক্ষণ ও ইমাম প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সাথেও বিভিন্ন বিষয়ে কথা বলেন। আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রকল্প দ্রুত সময়ে অনুমোদনের জন্য ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি।