নিজস্ব প্রতিনিধিঃ
ঘুষ নিতে না পেরে কর্মকর্তা-কর্মচারীরা তাদের কাজের গতি কমিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এসময় তিনি বলেন, ফ্যাসিবাদি সরকারের আমলে অবৈধভাবে নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীদের কে প্রত্যাহার করে নেওয়া হবে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্বে ছাত্র নাগরিকদের মত বিনিময় সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তবর্তী সরকারকে সংস্কার কার্যক্রম করার জন্য সময় দিতে হবে। সন্ত্রাস, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ লুটেরারা যে কর্মকান্ড গুলো বিগত সরকারের আমলে করেছে তা এখন আমরা আর বরদাস্ত করব না। যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে।
১৯৪৭, ৫২, ৭১ ও ৯০এর আন্দোলনে আমরা এক ছিলাম। পরে সরকার গঠনের সময় আমাদের মাঝে বিভাজন তৈরী করা হয়েছে। এটা ২০২৪ সালের নতুন বাংলাদেশ। আমাদেরকে এখানে কেউ বিভাজন করতে পারবে না। এখন ছাত্র জনতা সজাগ থাকবেন। আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। যেখানে সন্ত্রাস চাঁদাবাজি চলবে, সেখানেই আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। হিন্দু টুপিওয়ালা দেখে আমাদের কে বিভাজন করা হয়েছে। কিন্তু এবার আমরা আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বিভাজনকে ধুলিস্যাৎ করে দিয়েছি।
এসময় কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সরকার মুখী না হয়ে জনগণমুখী হয়ে কাজ করারও আহ্বান জানান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের এই সমন্বয়ক। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। অনুষ্ঠানে নয়টি উপজেলা থেকে বৈষম্যমূখী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ছাত্ররা “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি এখনও যুদ্ধ” সহ নানা স্লোগানে টাউন হল মুখরিত করে তোলে।