নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩নং ঘাগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর তারা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মো. মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদ এম এ মনসুর, উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম সওদাগর, জেলা বিএনপির সদস্য মোঃ আলমগীর মেম্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আলী আহমদ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রমজান সওদাগর, ঘাগড়া ইউনিয়ন বিএনপির মোঃ কোরবান আলী উপস্থিত ছিলেন।
এসময় যুবদল, ছাত্রদল, কৃষকদল সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।