গোলাম মোস্তফাঃ
ঘনমোড় আশার প্রদীপ যুব সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (পহেলা এপ্রিল) সন্ধ্যায় ঘনমোড় বাজার মাঠে ১২জন হাফেজ, এসএসসি, এইচএসসি ও স্নাতক পাসসহ ৪০ জন শিক্ষার্থীদের কে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আশার প্রদীপ যুব সংঘের সভাপতি মোঃ আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশার প্রদীপ যুব সংঘের প্রধান উপদেষ্টা ও ঘনমোড় সেনা মৈত্রী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আশার প্রদীপ যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সরকারী চাকরিজীবী মোঃ নূরে শফিউল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার প্রদীপ যুব সংঘের উপদেষ্টা ও ব্যবসায়ি আনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ ছলেমান, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মোঃ ইব্রাহিম সওদাগর, মেডিকেল শিক্ষার্থী আব্দুর রাশেদ, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবদুল জলিল, ব্যবসায়ি মোঃ নরু মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঘনমোড় বাজার পল্লী চিকিৎসক ডাক্তার মোঃ মনির, সমাজ সেবক মোঃ আব্দুল সাত্তার, আশার প্রদীপ যুব সংঘের সহ সভাপতি ও সেনা সেনা মৈত্রী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া, ঘনমোড় আশার প্রদীপ যুব সংঘের উপদেষ্টা ও চুয়েট সহকারী টেকনিশিয়ান অফিসার গিয়াস উদ্দিন মানিক, ঘনমোড় আশার প্রদীপ যুব সংঘের উপদেষ্টা ও সাংবাদিক মোঃ গোলাম মোস্তফা, যুব সংঘের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়েট সহকারী লাইব্রেরিয়ান মোঃ রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক
মামুন হোসেন।
এসময় এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।