নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি সদর উপজেলাধীন মগবান ইউনিয়নের ২নং ওয়ার্ড গবঘোনা বাঙালী পাড়ায় নূরে মদিনা নূরানী হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আবুল কাশেম, কালেক্টরেট জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মো. আবুল হাশেম।
নূরে মদিনা নূরানী হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ও মো. নোমানের সভাপতিত্বে- জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মাহাদী ইমাম, সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শূর মোহাম্মদ, মগবান ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম, উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন মুরাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, নূরে মদিনা নূরানী হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা গবঘোনার মতো পিছিয়ে পড়া এলাকার শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখবে। তাই এই প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন বক্তারা।
আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।