নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন গণভোট ২০২৬ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নানিয়ারচর উপজেলা শিক্ষা অধিদপ্তরের আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নানিয়ারচর উপজেলার নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন গণভোট ২০২৬ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ নানিয়ারচর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তাপসী চাকমা ও নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামাল।
এসময় নানিয়ারচর উপজেলার প্রধান শিক্ষক সমিতির সভাপতি মুকুল বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক প্রাজিব বড়ুয়া, নানিয়ারচর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি প্রপন চাকমা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, খুল্যাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ বিহারী চাকমা ও বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

