নিজস্ব প্রতিনিধিঃ
চলমান ভারী বর্ষণে খাগড়াছড়ির মাটিরাঙা থানার আলুটিলা সাপমারা এলাকাসহ বিভিন্ন জায়গায় পাহাড়ধ্বসে যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে সকাল থেকেই কাজ করছে খাগড়াছড়ি জেলার আনসার ও ভিডিপি সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, গতকাল রাত থেকে ভারী বৃষ্টিতে পাহাড়ধ্বসে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ি জেলা কমান্ডেন্ট মো. আরিফুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় জেলার হিল আনসার, হিল ভিডিপি এবং ভাতাভোগী সদস্যগণ সড়কে যানচলাচল স্বাভাবিক করতে কাজ করে।
জেলা কমান্ডেন্ট জানান, খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় পাহাড়ধ্বসে সড়ক যোগাযোগ বন্ধ হলে আনসার ও ভিডিপি সদস্যরা যানচলাচল স্বাভাবিক করতে কাজ করে। এছাড়াও পাহাড়ধ্বসসহ যেকোন পরিস্থিতিতে আনসার ভিডিপি সদস্যদের প্রস্তুত থাকার জন্য উপজেলা অফিস গুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে।