নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে পুলিশি অভিযানে ৩০কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে। লোকালয় থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গুইমারা থানাধীন চৌধুরী পাড়ার পাহাড়ী এলাকায় গড়ে তোলা সাড়ে তিন একরেরও বেশি জমিতে এই গাঁজার চাষ ছিল।
মঙ্গলবার (১৬ জানুয়ারী) খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে গুইমারা থানার একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। এ সময় তাজা অবস্থায় ৩হাজার ৫’শ টি গাঁজা গাছ ধ্বংস করা হয়। যার সম্ভাব্য ওজন ৩০ হাজার ২শত ৫০ কেজি এবং আনুমানিক মূল্য ত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকার অধিক।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুক্তা ধর জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর থেকে মাদক নির্মূলে পুলিশ একযোগে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় গুইমারা থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিনের নেতৃত্বে একাধিক চৌকস টিম প্রথমে ওই বিপুল পরিমাণ গাাঁজার উৎস সনাক্ত করে। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করে তা ধ্বংস করে।
এবিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, ঘটনাস্থলে আমরা তিন হাজার পঁচিশ টি গাঁজা গাছ জব্দ করি, যার ওজন ত্রিশ হাজার দুইশত পঞ্চাশ কেজি এবং আনুমানিক মূল্য ত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা।
উপস্থিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম এর উপস্থিতিতে জব্দকৃত গাঁজার মধ্যে ১৫ কেজি গাঁজা নমুনা আলামত হিসেবে সংরক্ষন করে অপরাপর ৩০,২৩৫ কেজি গাঁজা ঘটনাস্থলে ধ্বংস করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।