নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে জেলা পুলিশের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ই জানুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে খাগড়াছড়িতে কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন, জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার)।
জেলায় কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যকে উজ্জীবিত করতে ও কর্মব্যস্ততার মাঝে সামান্য বিনোদনের আয়োজন করে বাঙালি জাতির ঐতিহ্যবাহী লোকজ উৎসবকে প্রাণবন্ত ও গতিশীল রাখতে এই অভিনব পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করেন এই পুলিশ সুপার।
অনুষ্ঠানে জেলা পুলিশের সকল সদস্যকে বাংলার বিখ্যাত ও সুস্বাদু নানাবিধ পিঠায় আপ্যায়ন করা হয়।
পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।