নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে সফিকুল ইসলাম (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (২৫ মার্চ ২০২৪) সন্ধ্যায় উপজেলার গচ্ছাবিল মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম সফিকুল ইসলাম মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল মাস্টার পাড়া এলাকার সুলতান আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত মাদকাসক্ত হওয়ায় মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন সফিকুল। সারারাত তিনি তার পরিবার ও প্রতিবেশীদেরকে জানান যে তিনি মারা যাবেন।
এরপর সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় তার বাবা মসজিদে গেলে এবং পরিবারের অন্য সদস্যরা ইফতারিতে ব্যস্ত থাকার সুযোগে সফিকুল নিজ শয়নকক্ষে গিয়ে গলায় ফাঁস নেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।