নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে এসএসসি পরীক্ষায় (২০২৫) উত্তীর্ণ ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৪ আগষ্ট) সকালে খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিসিএনপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিসিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো আবদুল মজিদ, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাত হোসেন কায়েশ, সাধারণ সম্পাদক মো: হাবীব আজম, সহ-প্রচার সম্পাদক মিছবাহ উদ্দিন, পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “পাহাড়ি ও বাঙালি সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের একসাথে নিয়ে গড়ে উঠুক এক আলোকিত পার্বত্য চট্টগ্রাম। পড়াশোনায় মনোনিবেশ করে শিক্ষার্থীরা নিজেদের জীবনে যেমন সফলতা আনতে পারে, তেমনি জাতিকেও দিতে পারে একটি উজ্জ্বল ভবিষ্যৎ।”
কৃতি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বক্তারা আরো বলেন,
এই সংবর্ধনার মাধ্যমে তোমরা যেমন অনুপ্রাণিত হবে, তেমনি তোমাদের শিক্ষাজীবনে আরও মনোযোগী হতে উৎসাহ পাবে। পিসিসিপি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় কার্যক্রম চালিয়ে যাবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা রাখাইন সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রায় শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।