॥ নিজস্ব প্রতিবেদক ॥
খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন।
গত ৩ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত ভীতিহীন মনগড়া অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলনসহ ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়।
এতে নেতাকর্মীদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে রাজপথ। আওয়ামীলীগ নেতৃবৃন্দরা এ সময় খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মিথ্যা অপপ্রচারে আওয়ামীলীগ ভীত নয় মন্তব্য করে ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানান।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড. আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারী, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম এতে অংশ নেন।
এছাড়াও বিক্ষোভ মিছিলে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মো. কাশেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার রইস উদ্দিন, জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল্লাহ হিরো, শামীম চৌধুরী, আফতাব উদ্দিন চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ^জিত রায় দাশ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পরিমল দেবনাথ, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল, জেলা কৃষকলীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য, সাবেক জেলা ছাত্রনেতা ইকবাল বাহার, টিকো চাকমা উপস্থিত ছিলেন।