নিজস্ব প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শহরের শাপলা চত্বর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকী।
সংগঠনটির জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ইসলামসহ ৯উপজেলা ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। বিগত সময়ে দেশের মানুষ অনেক নেতাদের পরিবর্তন দেখেছে কিন্তু নীতির পরিবর্তন দেখেনি যার ফলে মানুষের ভাগ্যের উন্নতি হয়নি। যদি সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে নেতার সাথে নীতির ও পরিবর্তন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন সাকি বলেন, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে আগামী নির্বাচনে হাতপাখা প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।