নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে ২৪ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন নুরুল আলম গাজী হত্যা মামলার ১নং আসামী নিখিল নাথ (৫৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলার হাসপাতাল পাড়া এলাকা থেকে নিখিল নাথ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ওসি মোহাম্মদ নাজির আলম।
এবিষয়ে ওসি নাজির আলম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ডিসেম্বর ২০০৬ এর ৩০২/৩৪ পেনালকোড সিএস এর ০১নং আসামী নিখিল নাথ, পিতা- মনিন্দ্রনাথ কে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামীকে হাজতে প্রেরণ করা হবে বলেও জানায় পুলিশ।
অভিযান পরিচালনাকালে নানিয়ারচর থানার ওসি মোহাম্মদ নাজির আলম, এসআই মো. জহিরুল ইসলাম, এএসআই মো. ইকবাল হোসেন, এএসআই আশরাফুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৬ সালে ঘিলাছড়ি ইউনিয়নের মাইসছড়ি পাড়ার দক্ষিণ পশ্চিমে জুরাছড়ি এলাকায় দায়িত্বরত অবস্থায় দুবৃর্ত্তের গুলিতে নিহত হন ক্যাপ্টেন নুরুল আলম গাজী। পরে ২৪ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সার্জেন্ট মো. শহিদুল ইসলাম একটি মামলা দায়ের করেন।