নিজস্ব প্রতিনিধিঃ
দুর্গম পাহাড়ি এলাকায় কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশু কিশোরদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নানিয়ারচর জোনের আওতাধীন রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের কুড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী তুলে দেন তিনি।
সেনাবাহিনী জানায়, পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনগণের সন্তানদের শিক্ষার মান নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ গ্রহণ করেন নানিয়ারচর জোন কমান্ডার। কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২জন পাহাড়ী ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান জানান যে, দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং শিক্ষার মান উন্নয়ন করতে সেনাবাহিনীর এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে নানিয়ারচর জোনের এই ব্যতিক্রমী উদ্যোগ কে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। শিক্ষা, চিকিৎসা এবং স্থানীয়দের উন্নয়নে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা ও করেন স্থানীয়রা।

