ইকবাল হোসেনঃ
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশ এর সংশ্লিষ্ট সদস্য, সদস্যদের পরিবার ও বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে এবং বন্যায় মৃত্যুবরণকারী ব্যক্তিদের স্মরণে রাঙামাটিতে শোক এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে কোর্ট বিল্ডিং এলাকার ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের জেলা পরিচালক মো. নাছির উদ্দীন।
রাঙামাটি পৗর শাখার সভাপতি ইন্দ্র দত্ত তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুদুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ও রনি তঞ্চঙ্গ্যা, জেলা শাখার সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি সুফিয়া কামাল ঝিমি, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম মুন্না, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সদর উপজেলার উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন, পৌর শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান, পঙ্কজ তালুকদার মুক্তি, মাওলানা ওমর আলী ও কাজী মঈনুল হোসেন।
অনুষ্ঠানে সহ-সভাপতি সুফিয়া কামাল ঝিমির পিতা পঙ্কজ বড়–য়া, সুধীর কান্তি মজুমদারের সহধর্মিনী ঊষা রাণী মজুমদার, সভাপতি নাজিম উদ্দিনের মাতা বিলকিস খাতুন, সদস্য দুলাল দাশ, কোটা সংস্কার আন্দোলন ও বন্যায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়।
এসময় জেলা, উপজেলা ও পৌর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের জন্য যার যার অবস্থান থেকে অর্থ সংগ্রহ করে আগামী বৃহস্পতিবারের মধ্যে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং জেলা, উপজেলা ও পৌর শাখার সমন্বয়ে ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।