নিজস্ব প্রতিনিধিঃ
কোটা ইস্যু নিয়ে মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ। শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরী না করে ক্লাস-পরিক্ষায় ফিরে আসা, সরকারি চাকরিতে কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভূক্তিমূলক ইতিবাচক এবং যুগোপযোগী সমাধানের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।
রোববার (১৪ জুলাই) বিকেলে রাঙামাটি পৌরসভা চত্বর হতে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা ট্রাফিক পুলিশ চেক পোষ্টের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এতে রাঙামাটি জেলা ছাত্রলীগ সভাপতি মো. রানি হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বৃষকেতু চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি প্রকাশ চাকমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোটা আন্দোলনের নামে একটা শ্রেণী দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কোটা আন্দোলনের বিষয়ে আদালতের নির্দেশনা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সরকার এই বিষয়ে কাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের উচিৎ ছাত্র আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি না করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসা।