নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে মতবিনিময় সভা করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। “শিক্ষার্থীর চোখে ছাত্র রাজনীতি ও বাংলাদেশ” প্রতিপাদ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের সাথে মতবিনিময় করে রাবিপ্রবি শিক্ষার্থীরা।
এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. কাজী জিয়া উদ্দিন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, রাজু আহমেদ, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, ছাত্রনেতা কাউছার ও শরিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ কে কিভাবে দেখতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের কাছ থেকে তার রুপরেখা জানতে চেয়েছেন। এসময় ছাত্রনেতারা রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান কর্তৃক প্রস্তাবিত ৩১দফা দাবি তুলে ধরেন।
বক্তারা আরো বলেন, কোন শিক্ষার্থীকে জোর করে ছাত্রদলের কোন মিছিল কিংবা মিটিংয়ে নেওয়া হবে না। বেকার শিক্ষা ব্যবস্থা সংস্কার করে কর্মমূখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের ও কথা উল্লেখ করেন ছাত্রনেতারা।
এর আগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কিছু গাছের চারা গাছ রোপণ করে ছাত্রনেতারা।