নিজস্ব প্রতিনিধিঃ
কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুরক্ষা নিশ্চিতে অভিযানে নেমেছে বিএফডিসি রাঙামাটি।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে শহররের আসামবস্তির ব্রাহ্মণটিলা এলাকায় বিএফডিসি ও নৌ-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে ব্রাহ্মণ টিলায় অবৈধভাবে নেট স্থাপন করে ঘোনা (জলাশয়) দখল করায় প্রায় ৫০০মিটার বিস্তৃত এলাকার জাল উচ্ছেদ এবং জব্দ করা হয়।
এবিষয়ে বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মোঃ আশরাফুল আলম ভূঁইয়া জানান, বিএফডিসি রাঙামাটি কাপ্তাই হ্রদে অবৈধ জাল ও জাঁক স্থাপনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে হ্রদে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে অনুকূল পরিবেশ নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এর পাশাপাশি তিনি এ বিষয়ে সচেতন নাগরিকসহ সর্বসাধারনের সহযোগিতা কামনা করেন।