মেহেদী ইমামঃ
রাঙামাটির কাপ্তাই লেকের মৎস্য সম্পদ উন্নয়নে স্টেকহোল্ডারদের সাথে পার্বত্য উপদেষ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে রাঙামাটির পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, বিএফডিসি ব্যবস্থাপক আশরাফুল আলম ভুইঁয়া, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, কেপিএম লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রাঙামাটি জেলা প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, পার্বত্য উপদেষ্টার নিকট কাপ্তাই লেক নিয়ে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি কাপ্তাই লেক ঘিরে যাদের বিভিন্ন কর্মসংস্থান রয়েছে তাদের জন্য বিকল্প কাজের কর্মসংস্থান সৃষ্টি করার কথা জানান বক্তারা।
বক্তব্যে সুপ্রদীপ চাকমা বলেন, কাপ্তাই লেক ঘিরে রাঙামাটিতে বিদ্যুতায়নের পাশাপাশি পর্যটন শিল্পেও উন্নয়ন সাধিত হয়েছে। তবে এখন পর্যন্ত যুগোপোযোগী তেমন কোন উন্নয়ন হয়নি। আমরা চেষ্টা করবো এশিয়ার বৃহৎ এই কৃত্তিম লেক কে আধুনিকায়ন করতে। উন্নয়ন প্রকল্প গ্রহনের মাধ্যমে কাপ্তাই লেকের পানির লেভেল বৃদ্ধির ফলে বিদ্যুৎ উন্নয়ন ও লেক সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করা। এর ফলে রাঙামাটিতে যেমন বাড়বে পর্যটক তেমনি এই এলাকার মানুষ অর্থনৈতিকভাবে ও হবে স্বাবলম্বী।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিগত সময়ে আমরা কাপ্তাই লেকের পাড় ভেঙে যাওয়া এলাকা গুলো জরিপ করে সচেতনতামূলক প্রচারাণা চালিয়েছি। আমরা চেষ্টা করেছি তবে এখন পর্যন্ত কোন উন্নয়ন প্রকল্প গ্রহন করা যায়নি। এসময় প্রজেক্টরের মাধ্যমে কাপ্তাই লেকের ঝুকিপূর্ণ এলাকা সমূহের একটি ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।