নানিয়ারচর প্রতিনিধিঃ
কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির নানিয়ারচরে তলিয়ে গিয়ে ভোগান্তিতে পড়েছে ৫০টি পরিবার।
সরজমিন ঘুরে দেখা যায়, নানিয়ারচর সদরের পুরাতন বাজার এলাকার সড়কটি পানিতে তলিয়ে গেছে। বেশ কয়েকটি বাড়ির ভিতরে পানি ঢুকে পড়েছে। কয়েকটি পরিবারে দেখা গেছে ঘরে পানি ছুইছুই। এতে স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয় উৎপল দাশ জানায়, গতবছরের ন্যায় এ বছর বেশি বন্যা হওয়াই কাপ্তাই লেকের পানি বেড়ে গিয়ে বাড়িতে পানি ঢুকে পড়েছে৷ রাতে ঠিক মতো ঘুমাতে পারিনা। সাপ, পিপড়া বা অন্য পোকামাকড় ডুকে যায় বাড়িতে। ফলে প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে তাদের।
ভুক্তভোগী মনোয়ারা বেগম জানান, ঘরে পানি উঠে যাওয়ায় রান্না করতে পারছিনা। ঘর ছেড়ে রাস্তায় গরু ছাগল পালতে কষ্ট হচ্ছে।
ঘর তলিয়ে যাওয়ায় ছোট বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছি। পানি আরো বেড়ে গেলে এখানে থাকা দুষ্কর হয়ে পড়বে বলেও জানিয়েছেন এক গৃহকর্মী।
এবিষয়ে জানতে চাইলে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ এ. টি. এম. আব্দুজ্জাহের জানান, বৃষ্টি না হওযায় এখন তো পানি আর বাড়ছে না। আজকে বিকেলে ১০৭.৯০ ওয়াটার লেভেল লক্ষ্য করা গেছে। পানি বেড়ে যাওয়ায় ২০০-২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর চেয়ে পানি আরো বেড়ে গেলে আমরা স্পিলওয়ে খুলে দিয়ে পানির পরিমান স্বাভাবিক রাখতে চেষ্টা করব।