নিজস্ব প্রতিনিধিঃ
কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১২ আগষ্ট) বিকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: ইয়াছিন মামুন ও যুবদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম হাবিব মিলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম পনির, সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন ও রাঙামাটি পৌর বিএনপির সভাপতি এস.এম শফিউল আজম।
মতবিনিময় সভায় রাঙামাটি জেলা, কাপ্তাই উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশের অস্থিরতা কাটিয়ে উঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। সবাই একযোগে দলের স্বার্থে কাজ করবেন। প্রতিটি এলাকার পরিবেশ শান্ত রাখবেন। এলাকায় সংখ্যালগু সম্প্রদায়ের উপর যাতে হামলা না করে কেউ, সেই ব্যাপারে সজাগ থাকবেন সবাই।
এদিকে মতবিনিময় সভা শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলা বিএনপি নেতৃবৃন্দ কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিদর্শন করেন।