নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির সংসদীয় ২৯৯ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে কাপ্তাইয়ে দেখা যায় গণমানুষের ঢল।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণায় কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে জেটি ঘাটে দেখা যায় ধানের শীষের সমর্থনে জনতার উপচে পড়া ভীড়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সিঃ যুগ্ম সম্পাদক আলী বাবর ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মামুনের সঞ্চালনায় এসময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, কেন্দ্রীয় সেচ্ছেসেবক দলের সহসাধারণ সম্পাদক মোরশেদ আলম, জেলা শ্রমিকদল সম্পাদক কবিরুল ইসলাম, কেপিএম সিবিত্র সভাপতি আবদুল রাজ্জাক, কাপ্তাই বিদ্যুৎ সিবিএ শাখা সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা বিষয়ক যুগ্নসম্পাদক ছালেহা বেগম, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বাপন, সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক ও সাংগঠনিক উথাইমং মারমা সহ কাপ্তাই উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কাপ্তাইয়ের স্থানীয় নেতারা প্রধান অতিথির উদ্দেশ্য কাপ্তাইয়ের বিদ্যমান মৌজা সমস্যা, কর্ণফুলী পেপাল মিল সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাঙামাটি জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হলো কাপ্তাই উপজেলা। প্রাক্তন মহকুমা এই কাপ্তাই শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রেখে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখে। তাই আমি নির্বাচিত হলে আপনাদের দাবীকে গুরুত্ব দিয়ে এই কাপ্তাইয়ে মৌজা গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিবো। চন্দ্রঘোনা কাগজ কল কে আধুনিকায়নের জন্য কার্যকর উদ্যোগ নিবো। দীর্ঘ বছরের প্রতীক্ষিত চন্দ্রঘোনা-রাইখালী সেতু নির্মানে কার্যকর ভূমিকা গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

