নিজস্ব প্রতিনিধিঃ
কাঠালতলী নূরানী তা’লীমুল কুরআন মাদরাসার ১০ম বছরে পদার্পন উপলক্ষে নূরানী প্রদর্শনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ই জানুয়ারী) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা নূরানী তা’লিমুল কুরআন বোর্ড’র চেয়ারম্যান আবু মুরতাজা মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ।
এসময় কাঠালতলী নূরানী তা’লীমুল কুরআন মাদরাসার সভাপতি মুজিবুর রহমান মধুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সোনালী ব্যাংক রাঙামাটির সাবেক এজিএম অলিউন নবী, রাঙামাটি জেলা প্রশাসকের প্রশাসনিক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক রাঙামাটি ও সিএইচটি টিভির সম্পাদক আনোয়ার আল হক ও জেলা পরিষদ সদস্য হাবিব আজম এবং আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে আলামিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকী ও রাঙামাটি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল আরেফিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে নূরানী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে মাদ্রাসার বাৎসরিক পরীক্ষায় উত্তীর্ণ সকল শ্রেণির শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।