মো. জয়নাল আবেদীনঃ
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কাউখালীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। ১৮ আগস্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) উদ্বোধন দিবসটি উদযাপনের অংশ হিসেবে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী অতিকুর রহমান।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিবলী সফিউল্ল্যা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুচয়ন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মো. রাসেল সরকার, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর গিয়াস উদ্দিন ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাহাব উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাঙামাটি জেলা মৎস্য চাষে অনেক পিছিয়ে আছে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে মৎস্য চাষে উৎসাহী ও দক্ষ করতে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।
মৎস্য চাষ অত্যন্ত লাভ জনক ব্যবসা জানিয়ে বক্তারা বলেন, এটি যেমন লাভজনক তেমনি পরিবারের প্রয়োজনীয় মৎস্য চাহিদাও মেটানো সম্ভব মৎস্য চাষের মাধ্যমে।
এসময় বক্তারা বেশি বেশি অভয়াশ্রম গড়ে তুলে দেশি মাছে দেশ পরিপূর্ণ করার ও আহবান জানান।আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।