নিজস্ব প্রতিনিধিঃ
কাউখালীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৮ শিক্ষার্থীকে অর্থ সহায়তা, সনদ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্ক্রিম, এসইডিপি প্রকল্পের আওতায় এ সহায়তা ও সম্মাননা প্রদান করা হয়।
ডাবুয়া বৃক্ষ বানুপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, কাউখালী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এজাহার মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিবলী সফিউল্লাহ, অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত রাঙামাটি জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা, পোয়াপাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা ময় চাকমা, ছিদ্দিক ই আকবর দাখিল মাদ্রসার সুপার আব্দুর রাজ্জাকহ তালুকদার কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের তালুকদার সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, এবছর থেকে বৃত্তি পরীক্ষাও চালু হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙামাটি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করার চেষ্টা করা হচ্ছে। টেকনিক্যাল পর্যায়ে শিক্ষার্থীদের আরও দক্ষ হিসেবে গড়ে তুলে দেশের সম্পদে পরিনত করতে, তাদের দীর্ঘ মেয়াদী বৃত্তি প্রদান করা হবে। তাই শিক্ষার্থীদের জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের ও আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ১০ হাজার ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা, সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।