নিজস্ব প্রতিনিধিঃ
কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ কারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় তিনি পোয়াপাড়া নির্মানার্ধীন ব্রিজের পাশ থেকে বালু উত্তোলনের দায়ে বালু উত্তোলনকারী ও ঠিকাদারকে ৫০হাজার টাকা করে ১লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া পোয়াপাড়া যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন, মজুদ ও বালু বিক্রির সময় একটি বালু বোঝাই ট্রাক, বালু উত্তোলনের মেশিন ও প্রায় ৪০হাজার ফুট বালু জব্দ করেন।
এবিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান জানান, নির্মানাধীন ব্রিজের ১ কিলোমিটারের মধ্যে থেকে বালু উত্তোলন করার কোন সুযোগ নেই। সংশ্লিষ্টরা বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করায় বালু উত্তোলনকারী এবং ব্রিজের ঠিকাদারকে ৫০হাটার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া আরও একট বালু উত্তোলন স্থানে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় বালু তোলার মেশিন ও বালু বোঝাই একটি ট্রাক সহ প্রায় ৪০হাজার ফুট বালু জব্দ করে উপজেলা প্রশাসন।