নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির কাউখালী উপজেলার কচুখালী সানু বৌদ্ধ বিহারে ২৯তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ও মঙ্গলবার ২দিনব্যাপি অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বিহার প্রাঙ্গণে ত্রিশরণসহ পঞ্চশীল প্রার্থনা, কঠিন চীবর দান, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দানসহ নানাবিধ দানের আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেলে বিহার প্রাঙ্গণে এই ধর্মীয় অনুষ্ঠানে কাউখালী হেডম্যান পাড়া চাইন্দমমুনি বৌদ্ধ বিহারাধ্যক্ষ ভদন্ত ইন্দা চারিয়া মহাথের এর সভাপতিত্বে মঞ্চে উপবিষ্ট ছিলেন,কাপ্তাই চিং¤্রং বৌদ্ধ বিহারাধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের, বেতবুনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারাধ্যক্ষ ভদন্ত পঞঞ দীপ মহাথের, পশ্চিম লুংগিপাড়া বৌদ্ধ বিহারাধ্যাক্ষ সাসনা মহাথের, তারাবুনিয়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ শীলা রক্ষিত মহাথের।
এতে প্রধান পুণ্যার্থী ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা।
বিশেষ অতিথি ছিলেন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সানু বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা উক্যজাই কার্বারী।
অন্যানের মধ্যে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংচাপ্রু মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, কঠিন চীবর দান উদযাপন কমিটির আহবায়ক চাইল্হাঅং মারমা, সদস্য সচিব পাইসুই মারমা (জয়), বিহারের অর্থ সম্পাদক উষাপ্রু চৌধুরীসহ উপজেলার বিভিন্ন এলাকা হতে বৌদ্ধ ধর্মাবলম্বী হাজারো দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।