মেহেদী ইমামঃ
খাগড়াছড়ি জেলার সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেছে রাঙামাটি জেলা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার সকালে রাঙামাটি জেলা বিএনপির পক্ষ থেকে পলওয়েল পার্ক এন্ড কটেজে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানায়।
এসময় রাঙামাটি জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, জেলা জাসাস সভাপতি ও বিএনপির সহ প্রচার সম্পাদক কামাল হোসেন, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, জেলা যুবদলের সদস্য ও যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল মামুনসহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও দলটির বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে ওয়াদুদ ভুইয়ার সাথে রাঙামাটি জেলা পুলিশ সুপার, ড. এসএম ফরহাদ হোসেন, সম অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও মত বিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সাথে।
জানা যায়, সাবেক এই সংসদ সদস্য চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ১৮তম ব্যাচের ২দিনব্যাপি পারিবারিক মিলনমেলায় অংশগ্রহন করেন। এসময় তার সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী জাকিয়া জন্নাত বিথি ও উপস্থিত ছিলেন।