মেহেদী ইমামঃ
২০২৪ সালে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৬ই আগষ্ট) সকালে রাঙামাটি পৌরসভা থেকে বিশাল এক র্যালী বের করা হয়। র্যালীটি বিএনপির দলীয় কার্যালয়, কাঠালতলী, বনরুপা ও আদালত ভবন হয়ে নিউ মার্কেটের সামনে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
র্যালী পরবর্তী সমাবেশে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, ২৯৯নং আসনে সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম
এসময় অন্যান্যের মাঝে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী, ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, জাসাস সভাপতি কামাল হোসেন, মৎস্যজীবি দলের সদস্য সচিব ফনিন্দ্র চাকমা, মহিলা দলের সভাপতি নুরজাহান বেগম পারুল, ওলামাদলের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান কারো ব্যক্তিগত সম্পদ নয়। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনে আমাদের কে কৌশলী হতে হবে। কারো কথায় প্রচারিত হবেন না। নির্বাচন কে বানচাল করার জন্য অনেকেই চেষ্টা করবে। তাদের কে প্রতিহত করেই আমাদের আগামী বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে।