নিজস্ব প্রতিনিধিঃ
এসএসসি পরিক্ষায় পাশ করতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় রাঙামাটির এক কিশোর। সে রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র বলে জানা গেছে।
রোববার (১২ই মে) এসএসসি পরিক্ষার ফল প্রকাশ হলে প্রত্যাশিত ফলাফল না পেয়ে হতাশায় ভেঙে পড়ে আত্মহত্যার পথ নেয় মো. শাকিল নামের এক কিশোর।
শাকিল রাঙামাটি শহরের দক্ষিণ মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মো. বাসেত এর বড় ছেলে। বিষপানের পরপরই আহত শাকিল কে দ্রুত রাঙামাটি সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
এবিষয়ে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রতিবেদক কে জানায়, দুপুরে বিষপান করে জরুরী বিভাগে একজন রোগী আসে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের বেডে পর্যবেক্ষণে রেখেছি। অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হবে।
এবিষয়ে জানতে চাইলে প্রতিবেদক কে মুঠোফোনে মো. বাসেত জানায়, দুপুরে এসএসসির ফলাফল প্রকাশ হলে আমার ছেলে জানতে পারে সে দুই বিষয়ে ফেইল করেছে। তার সহপাঠিরা পাশ করেছে। সে ফেইল করার বিষয়টি মানতে না পেরে বিষপান করেছে।
তিনি আরো বলেন, ওই সময় আমরা (স্বামী-স্ত্রী) আমাদের কর্মস্থলে ছিলাম। আমাদের অপর দুই সন্তান স্কুলে থাকায় ঘর খালি ছিল। তখন সে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা আমার স্ত্রীকে ফোন করলে বিষয়টি সম্পর্কে আমরা জানতে পারি।