নিজস্ব প্রতিনিধিঃ
এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে রাঙামাটির ওমদামিয়া পাহাড়ে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারী) বাদে আছর হতে পর্যটন রোড সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রামের নানুপুর ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আনোয়ার হোসাইন আল আযহারী।
অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন, যাত্রাবাড়ির আর এস কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও ডিয়ার পার্ক জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুল আলীম সাইফী।
তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরিয়ত উল্লাহ’র সভাপতিত্বে ও ডিয়ার পার্ক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ মাজাহারুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় ওলামায়ে ক্বেরামগণ উপস্থিত ছিলেন।
এসময় মশিউর রহমান মশু’র সার্বিক তত্ত্বাবধানে উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হক, মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল কাদের রিপন, সদস্য সচিব আবুল হাসনাত মিঠুসহ আয়োজক কমিটির সদস্যদের পাশাপাশি ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়।