নিজস্ব প্রতিনিধিঃ
কাঠালতলী দারুস সালাম ইসলামিক একাডেমি হেফজখানা ও এতিম খানার অর্ধ শতাধিক এতিম শিশুদের সাথে ইফতার করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
শুক্রবার বিকেলে বাবা-মা হারা এই এতিম শিশুদের জন্য ইফতার নিয়ে হাজির হন ডিসি।
এসময় নেজারত ডেপুটি কালেক্টর মো. শামীম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দীক, হাজী মো. ইউনুছ, মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি এম কামাল উদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন, মিজানুর রহমান, নাজিম উদ্দিন, সদস্য মো. ইউসুফ, পরিচালক মুফতি শামসুল আলম সহ প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।